বিরোধী দলের আন্দোলনে বাধা না দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনীতি

বিরোধী দলের আন্দোলনে বাধা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি আজকেও নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করতে চায় করুক। খবরদার কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করবে? আমি বলেছি হ্যাঁ আসতে দাও।’

রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে সরকার প্রধান এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি খবরদার কাউকে যেন গ্রেপ্তার করা না হয়, কোন ডিস্টার্ব করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কী? আমরা যে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দেশের কাজ করতে দেশের মানুষ তো সেটা জানে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *