স্টাফ রিপোর্টার:
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দূর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা শাখায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদ জোহর মাদরাসার কনফারেন্স হলরুমে জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে কিরাত, তাজবীদ ও কাছিদা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কেন্দ্রের সহকারী মো. বায়েজিদ আহমদ।
এসময় শাখা কেন্দ্রের নাজিম মো. আব্দুল গফুর, প্রধানক্বারী মাওলানা মো. জামাল উদ্দিন, সাংবাদিক ক্বারী মাওলানা ফারুক আহমদ, সহক্বারী আমিনা বেগম, হাফিজ সাজ্জাদ আহমদ, আব্দুল্লাহ আল আজিম, রায়হান আহমদ, আয়েশা সিদ্দিকা, মো. বায়েজিদ আহমদ, হাবিবুর রহমান, আশিকা বেগম, মারজান মো. রুহি, ইজাজুল হক, রুহুল আমিন, অভিভাবক, শিক্ষার্থীগণ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন