ইসরাইলি ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূল হামলার পাল্টা জবাব দেয়া হলে আরও বড় পরিসরে হামলার হুমকি দিয়েছে তেহরান। এমনকি ওয়াশিংটন ইসরাইলি সামরিক বাহিনীর পদক্ষেপে সমর্থন জানালে মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে ইরান।
রয়টার্স জানায়, সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলের বিমান হামলার প্রতিশোধ নিতে শনিবার (১৩ এপ্রিল) ইসরাইলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিল্পবী গার্ড।
গাজা যুদ্ধ শুরুর পর এটিই প্রথম ইসরাইলে সরাসরি ইরানের হামলা। ৩ শর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ইসরাইল অধিকৃত অঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কয়েকশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
এই হামলায় প্রতিক্রিয়া ইসরাইল পাল্টা হামলা চালালে আরও কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি।