তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ২ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী সদস্য মো. হেলাল উদ্দিনের (সাদ) শপথ ও দায়িত্বগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিজয়ী সাধারণ সদস্য মো. হেলাল উদ্দিন (সাদ) কে আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
জানা গেছে, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য তজম্মুল আলীর ইন্তেকাল হলে ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে সরকার এবং গত ৯ মার্চ ২০২৪ ইং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেন সাবেক ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন (সাদ) সহ পাঁচজন প্রার্থী। এতে মোরগ প্রতীক নিয়ে ৫১০টি ভোট পেয়ে হেলাল উদ্দিন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজ উদ্দিন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৭ ভোট।
শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া উপস্থিত ছিলেন।
শেয়ার করুন