রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মনতোষ কর্মকার ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সিলেট থেকে প্রাইভেট কারটি ঢাকার সাভার যাচ্ছিল। রাত দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন মারা যান।নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), ছোট ভাই মো. এনামুল (৩৫) ও গাড়ী চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হারুণ বেপারী (৩৫)।খবর পেয়ে স্থানীয় জনগন, মাধবপুর ফায়ার সার্ভিস ডিফেন্স এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশের দল উদ্ধার তৎপরতা চালায়। পুলিশ জানায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।