স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামেয়া মাদানিয়া মাদ্রাসা জামে মসজিদে ওই দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
দুআ পরিচালনা করেন বিশিস্ঠ ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা কামরুল ইমলাম ছমির। দুআ মাহফিলে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।