সিলেটে শেখ হাসিনা, রেহানা, কাদের, মেননসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

সিলেট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৮৭ জনের বিরুদ্ধে সিলেটে মামলা হয়েছে। সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছাড়াও মামলার তালিকায় আছেন সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান,  জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদও। মামলায় আরও ৫০০-৬০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচারিক আদালতে মামলাটি করেন মো. জুবের আহমদ (৩৫) নামের এক যুবক। তিনি সিলেট নগরের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার কলবাখানি জালালি ৪১ নম্বর বাসার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি।

গত ৪ আগস্ট সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলির অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান, সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ ওরফে ভিপি শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফসার আজিজ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ, সিসিকের পিআরও সাজলু লস্কর, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, আফতাবের সহযোগী পাঙ্গাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, রুহুল আমিন শিবলু (৩৫), সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর আওয়ামী লীগ সদস্য কামরান আহমদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুবের খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছুর রহমান দিনার, সিলেট মহানগর পুলিশের সদ্য সাবেক অতি উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু সুফিয়ান, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, ওসি তদন্ত ফয়জুর রহমানসহ ৮৭ জন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০০-৬০০ জনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *