জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন আহমদ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

ইমন নগরের সুবিদবাজারের হাজিপাড়া এলাকার নীলাচল-৩৭ নং বাসার স্বপন মিয়ার ছেলে।

নিহতের ভাই গাড়ি চালক সুমন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার সঙ্গে মাইক্রোবাসে সহযোগী হিসেবে কাজ করতেন ইমন। বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে যান তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরের রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, উদ্ধারের পরও তিনি বেঁচে ছিলেন। প্রথমে তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর আমি আর কিছু বলতে পারবো না। তবে মারা যাওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *