সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ ভর্তি মেলার উদ্বোধন

সিলেট

বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে-প্রফেসর আশরাফুল আলম

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ফল ২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আশরাফুল আলম বলেছেন,বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে। এসআইইউ শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিচ্ছে। মানবিক ও প্রযুক্তি শিক্ষার নতুন নতুন সুযোগ সৃষ্টিতে এসআইইউ বদ্ধ পরিকর। তিনি সিলেটের অভিভাবক ও শিক্ষার্থীদের এসআইইউ পরিদর্শনের আহবান জানিয়ে বলেন, এতদঞ্চলের শিক্ষার অগ্রযাত্রায় এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের বৃত্তির মাধ্যমে সমাজের সকল স্তরের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করছে এসআইইউ।
আজ ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, শামীমাবাদে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শামীম আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা অফার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *