সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী ও তার স্বামী গ্রেপ্তার

জাতীয়

৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ দম্পতি আত্মগোপনে ছিলেন।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন বাংলাদেশ (র‌্যাব)।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় দেলোয়ার হোসেন বাচ্চুর বাড়ি থেকে র‌্যাব-৯ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) এর কোম্পানি কমান্ডার মো. নুরন্নবী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় হত্যা ও হামলার ঘটনায় হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ দম্পতি আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *