বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র ২য় আন্তঃ স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন

খেলাধুলা সিলেট

স্টাফ রিপোর্টার:

‘বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ‘২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট’ আয়োজন উপলক্ষ্যে টুর্ণামেন্টে অংশগ্রহনকারী সকল স্কুল সমুহের প্রতিনিধি ও অধিনায়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে পৌর শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় টুর্ণামেন্টের ‘ট্রফি উন্মোচন’ করা হয়েছে।
আগামী ১৮ ফেব্রুয়ারী নাজির বাজার সংলগ্ন মাঠে উদ্বোধনের মাধ্যমে টুর্ণামেন্ট মাঠে গড়াবে। টুর্ণামন্টের উদ্বোধনী ম্যাচে টুর্ণামেন্টের ১ম আসরের চ্যাম্পিয়ন হাজী ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয় বনাম বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করবে।
বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও ২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত ‘মতবিনিময় সভা ও ট্রফি উন্মোচন’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সহ সভাপতি রাসেল আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক মাছুম আহমদ, টুর্ণামেন্টে অংশগ্রহনকারী সকল স্কুল সমুহের প্রতিনিধিদের মধ্যে আব্দুল হান্নান, সুহেল মিয়া, কামাল হোসেন, স্নেহাংশু সরকার, মানিক মিয়া, সিরাজ মিয়া, আব্দুল হালিম, বদরুল হোসেন, জয়নুল ইসলাম জয়, ২য় আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল বাতিন, টিপু আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও টুর্ণামেন্টের ১ম আসরে খেলার অনুবতি প্রকাশ করে বক্তব্য রাখেন টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় সাঈম খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *