রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজ ০২ ই মার্চ ২০২৫ ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় ভূকশিমইল ইউনিয়নের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান,ভাটেরার ১ টি এবং বরমচালের ১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ভাটেরা গার্লস স্কুল ও বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে ভাটেরা গার্লস স্কুলের বিতার্কিকরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়।
অত্র সংগঠনের উপদেষ্টা জনাব নুরুল ইসলাম(ভারপ্রাপ্ত অধ্যক্ষ,ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) সভাপতিত্বে এবং কামাল উদ্দিনের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন অত্র সংগঠনের সহ সভাপতি আহমদ আল হাসান।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান (মনির)। আয়োজনে প্রধান আকর্শন হিসেবে বক্তব্য পেশ করেছেন GPH ইস্পাত কোম্পানির জিএম জনাব এনামুল ইসলাম । প্রধান বক্তা বলেন, “উপজেলা বা জেলা পর্যায়ে এমন যাকজমক আয়োজন আগে কখনো হয়নি এমন আমাদের এমন আয়োজন প্রশংসনীয়। আগামী বছর এই সংগঠন নিয়ে আরো বড় করে এমন আয়োজন এর সঙ্গী হবেন।যা ভবিষ্যতে আদর্শের প্রতীক হয়ে উঠবে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আবুল মনসুর, সহকারী শিক্ষক সফিক মিয়া, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান লনু, সহকারী শিক্ষক জিল্লুর রহমান,সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক করুনা কুমার দেব, ৪নং ওয়ার্ডের মেম্বার শেখ জিয়াউর রহমান মিন্টু, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম এস আলী, ভাটেরা গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাউসার আহমেদ মুন্না,রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন এর সভাপতি জাকারিয়া আলম মিতুল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, বিতর্ক প্রতিযোগিতা উপকমিটির আহব্বায়ক রাসেল উদ্দিন,সাবেক সহ সভাপতি নাইমুল ইসলাম রাসেল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এছাড়াও বক্তব্য রাখেন বিজয়ী দলের দলনেতা মিম বেগম এবং পরাজিত দলের দলনেতা তাবাসসুম জান্নাত নাফিজা
সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও তিন হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও দুই হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। বিতর্কে সেরা বিতার্কিক ও ফাইনাল সেরা বিতার্কিকদের পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক পরিচালনায় আন্তরিক সহযোগিতা করায় সম্মানিত বিচারকদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তারা তাদের সুন্দর অনুভূতি ব্যক্ত করেন এবং সংগঠনের কাছ থেকে সামনে আরো বেশি শিক্ষামূলক কার্যক্রম প্রত্যাশা করেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি আগ্রহ ও যুক্তিবৃত্তিক বিতর্কের গুরুত্ব তুলে ধরা হয়।
শেয়ার করুন