এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগন্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে উপজেলা আওয়ামীলীগ এর সহ- সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক এর মাতা ফাতেমা বেগম(৯৩) ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকায় হবিগন্জ এর বাসায় বার্ধক্য জনীত রোগ ভোগে ইন্তেকাল করেন।মৃত্যকালে তিনি ৬ পুত্র ও১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্বীয় – স্বজন ও গুণগ্রাহী রেখে যান।মরল্হমার নামাজে জানাজা রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মাসুকুর রহমান মাসুক এর মাতা ও সিংহগ্রাম এর মরল্হম আজদু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম এর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবানী দিয়েছেন।প্রদত্ত শোক বানীতে তাঁরা মরল্হমার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবানী দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি মোঃ বাহার উদ্দীন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই কমিটির পক্ষে আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিপন,উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, সাংবাদিক ফোরাম লাখাই কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস,প্রবীন সাংবাদিক মাওঃ জালাল আহমেদ, এম,এ,ওয়াহেদ,এবং তরুণ কবি এম ইয়াকুব হাসান অন্তর।
শেয়ার করুন