গোয়াইনঘাটের চার ইউনিয়নে আ.লীগের ৩২ প্রার্থী

সিলেট

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকার জনগণের জন্য কাজ করছে। বর্তমান সরকার এমন কোন কাজ করেনি যা জনগনের স্বার্থ বিরোধী।

জনগণের জন্য জনবান্ধব কাজ করায় বর্তমান সরকার জনগণের মন জয় করেছে। জনগণ ইনশাআল্লাহ আগামীতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। সরকারের সফলতায় দিশেহারা বিএনপি জামায়াত তাই দেশ বিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে।  আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা সবাই সতর্ক থাকবেন। তিনি শুক্রবার গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে গোয়াইনঘাটের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো.নাসির উদ্দিন খান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাটের দায়িত্বপ্রাপ্ত নেতা আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয় এডভোকেট আজমল আলী, উপ-দপ্তর মজির উদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, সদস্য সুবাস দাস, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিবসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী হতে ৪টি ইউনিয়নের মোট ৩২ জন জীবনবৃত্তান্ত সিভি জমা দিয়েছেন। তারা হলেন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে, মামুন পারভেজ, নজরুল ইসলাম, আব্দুস শহিদ, আহমদ মোস্তাকিন, দেলোয়ার হোসেন,শফিক আহাম্মদ, মোঃ আবু জাকারিয়া, আব্দুস সালাম, আলিম উদ্দিন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে শামীম আল মামুন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আফাজ উদ্দিন, মোঃ শামসুল আলম, মোঃ শাহজাহান মিয়া, মুস্তাফিজুর রহমান, রাশেদ পারভেজ,মোঃ লুৎফর রহমান লেবু, ১১নং মধ‍্য জাফলং ইউনিয়নে বাবুল মিয়া, আব্দুল মালিক, মুজিবুর রহমান, মোহাম্মদ, অভিয়াল মিয়া, ফারুক আহাম্মেদ, লোকমান শিকদার, বাবুল মিয়া ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম, মোঃ লুৎফুল হক, গোপাল কৃষ্ণ দে, সুভাষ চন্দ্র পাল সানা, মোঃ রফিক আহম্মদ, মোঃ আসাদুজ্জামান,গোলাম রব্বানী সুমন, হাজী মোঃ আরশ আলী কালা মিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *