ইনিংসের মাঝখানে বৃষ্টির বাগড়া, বন্ধ শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচ

খেলাধুলা

নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের বোলিং তোপে রীতিমতো কাঁপছে লংকানরা। বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৮.১ ওভারে পাঁচ উইকেটে ৮৩ রান।

এর আগে সিলেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ম্যাচে একাদশে ফিরেছেন জাহানারা আলম। নিজের প্রথম ওভারেই অবিশ্বাস্য এক ইনসুইঙ্গারে চামারি আতাপাত্তুকে বোল্ড করেন তিনি।

শুরুর ধাক্কা সামলে ২৫ রানের জুটি গড়েন হার্সিথা সামারাবিক্রমা ও আনুশকা সঞ্জীবনী। পরপর দুই বলে এই দুজনকে ফেরান যথাক্রমে সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ। হার্সিথা ১৮ ও সঞ্জীবনী ৮ রান করেন।

চতুর্থ উইকেটে ২৯ রান যোগ করেন হাসিনি পেরেরা ও নীলাক্ষ্মী ডি সিলভা। হাসিনিকে ফিরিয়ে এবার আঘাত হানেন ফাহিমা খাতুন। কাভিশা দিলহারিকে ১১ রানে আউট করেন রুমানা।

পঞ্চম উইকেট পতনের একটু পরই বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ তাকে। একপ্রান্ত আগলে লংকানদের এগিয়ে নিচ্ছেন নীলাক্ষ্মি। তিনি ২৮ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *