ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, রাসূল (সা.) এর উপর দুরূদ পাঠ
করা আল্লাহ তাআলার নির্দেশ। মীলাদুন্নবীর মাহফিলগুলোতে আমরা নবী (সা.) এর প্রতি তাজিমের সাথে দুরূদ ও সালাম প্রেরণ করে থাকি। অত্যন্ত আনন্দের বিষয় এই যে, একসময় মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপনের ক্ষেত্রে যারা বিরোধিতা করতেন তারাও আজকাল ঝাকঝমকভাবে অনুষ্ঠান করে মীলাদুন্নবী (সা.) পালন করছেন এবং এর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে মীলাদ মাহফিলের নামে যেন কোনো প্রকারের শরীআতবিরোধী কার্যক্রম পরিচালিত না হয়। কোনো প্রকার শরিআতবিরুদ্ধ কার্যকলাপ সংঘটিত হলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা একজন মুমিনের ঈমানী দায়িত্ব।
তিনি মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মুবারক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আবু তাহির মুহাম্মদ খালিদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার সভাপতি মো. আব্দুল গনি সোহাগ।
দোয়ারাবাজার পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি ময়নুল ইসলামের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ-সভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দোয়ারাবাজার উপজেলা সভাপতি হাফিয বুরহান উদ্দিন লায়েক, সুনামগঞ্জ জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবু সুফিয়ান, লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা তালামীযের সাবেক সভাপতি রুমন আহমদ, আব্দুল ওয়াহিদ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আনোয়ার হোসেন, দেওয়াননগর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুল্লাহ কাইয়ুম প্রমুখ।
শেয়ার করুন