সিত্রাং: পরিস্থিতির অবনতি হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

জাতীয় শিক্ষা

ঘূর্ণিঝড় সিত্রাং কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছে না সংস্থাটি। তবে পরিস্থিতি অবনতি হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা আসতে পারে।

সোমবার (২৪ অক্টোবর) মাউশি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেন মাউশি উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও সিদ্ধান্ত আসেনি। ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে, কতটুকু ক্ষতি হবে- তা অজানা। যে কারণে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার পরিস্থিতি বিবেচনায় আরও একটি নির্দেশনা দেওয়া হবে।
আরও বলা হয়, ঝড়ের আঘাতের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা আসতে পারে। সেক্ষেত্রে যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে, সেসব এলাকার প্রতিষ্ঠান নাকি সব জেলার বন্ধ হবে- সে বিষয়ে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।

মাউশির এ নির্দেশনায় ঘূর্ণিঝড় পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠাগারের বই, গুরুত্বপূর্ণ দলিল, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাবরেটরির সরঞ্জাম নিরাপদে সংরক্ষণ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *