ahz এসোসিয়েট বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার গাজিপুরের রাজেন্দপুর রিসোর্টে অনুষ্ঠিত হয়। এজি এমে ahz কর্মরত দেশের সকল শাখা থেকে বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।
aha জেড কর্ণধার জনাব গোলাম মর্তুজা ও জহিরুল হক সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও কাজের অগ্রগতি বিষয়ক বক্তব্য রাখেন। তারা প্রতিষ্ঠানে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরো সততা,দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে ahz এর আরো সুনাম ও ভাবমুর্তি বৃদ্ধির আহবান জানান।
অনুষ্ঠানে ahz বিডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার,বিভিন্ন পদস্হ কর্মকর্তা, শাখা ম্যানেজারগণ তাদের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এজিএমে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজের গতিশীলতা বাড়িয়ে আগত শিক্ষাত্রীদের উচ্চ শিক্ষা লাভে যুক্তরাজ্য গমনে সহায়তার জন্য আরো দক্ষ ওআন্তরিক হবার পরামর্শ দেন।
বিভিন্ন পর্বে বিভক্ত এজিএমে অংশ গ্রহণকারীদের জন্য ফুটবল, ক্রিকেট, বেডমিন্টন, দৌড়,মুরগের লড়াই, লং ঝাম্পসহ নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মাঝে
পুরষ্কার বিতরণ করেন ahz বিডির কান্টি ম্যানেজার এম,এ,ওয়াহিদ।
এজিএমে অংশ গ্রহণ নেওয়া বিভিন্ন কাউন্সিলার, কমপ্লায়েন্সসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীকে কর্মক্ষেত্রে পেশাগত অবদানের
জন্য নানা পুরস্কারে ভূষিত করা হয়।