বিশেষ প্রতিনিধিঃ
যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, গতরাতে মেহেদী ইসলাম রাজন নওয়াপাড়া বাজার থেকে কাজ শেষ করে ধোপাদী গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন, এসময় পূর্বপরিকল্পিত ভাবে একই এলাকার ওমর ফকিরের ছেলে চিহ্নিত সন্ত্রাসী হত্যা সহ একাধিক মামলার আসামি সুফিয়ান সহ ৭-৮ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় গতরাতেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী ইসলাম রাজন বাদি হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং চিহ্নিত সন্ত্রাসীদের অতিদ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হুশিয়ারী দিয়েছেন।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন