আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি ছুটির দিনে হাওড় থেকে মাটি উত্তোলন করে বিক্রির ধুম পড়েছে । সপ্তাহিক দুই দিন সরকারি দপ্তরের ছুটির (শুক্রবার ও শনিবার) বন্ধকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মাটি খেকোরা গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় সক্রিয় হয়েছে।
শনিবার (৩ জুন) বিকালে উপজেলার জলসুখা-শিবপাশা ইউনিয়নের মধ্যবর্তী কচুয়ার হাওড়ে এই মাটি উত্তোলন করতে দেখাযায়।
জানাযায়, শুক্রবার(২রা জুন) সকাল থেকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরী গ্রামের আরশাদ মিয়া জলসুখা-শিবপাশা ইউনিয়নের মধ্যবর্তী কচুয়ার হাওড় থেকে এক্সোভেটোর দিয়ে মাটি উত্তোলন করে জলসুখা ইউনিয়নের হেলাল মিয়ার নিকট প্রতি ট্র্যাক্টর গাড়ি ৯৫০ টাকা দরে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,প্রশাসনের ঝামেলা এড়াতে বেশ কয়েকটি চক্র বিগত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন হাওড়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার রাত অবধি মাটি উত্তোলন করে বিক্রি করছে।
মাটি উত্তোলনকারী আরশাদ মিয়ার মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,জলসুখার হেলাল মিয়াকে মাটি দিচ্ছি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রেরক,
রাইসুল ইসলাম নাইম