‘আমাদের চোখের প্রশান্তি’, মোস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস

খেলাধুলা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রানের খরচায় ৩ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্র সিরিজে ৩ ম্যাচ খেলে নেন ১০টি উইকেট। বিশ্বকাপেও পারফরম্যান্সের সেই ধারা অব্যাহত রেখেছেন কাটার মাস্টার দ্য ফিজ।

ম্যাচের পর মোস্তাফিজের আইপিএল দল চেন্নাই নিজেদের খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তারা মোস্তাফিজের পারফর্মম্যান্সকে উপভোগ করেছেন, এমনটাই লিখেছেন। মোস্তাফিজের একটি ছবির পাশে ফ্রাঞ্চাইজিটি ক্যাপশনে লেখে, ‘আমাদের চোখের প্রশান্তি’।

উল্লেখ্য, ম্যাচে শ্রীলঙ্কার টপঅর্ডারের তিন ব্যাটারের মধ্যে দুজনকেই বিদায় করেছেন মোস্তাফিজ। কামিন্দু মেন্ডিস ও পাথুম নিসাঙ্কাকে সাজঘরে ফিরিয়ে লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার। লঙ্কান ইনিংসের শেষদিকে মহেশ থিকশানাও শিকার হন ফিজের বলেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *