সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে দক্ষিণ সুরমা অঞ্চলের আওতাধীন ১০টি ওয়ার্ডের মধ্যে বুধবার (৩১মে) বাদ’এশা ২৬নং ওয়ার্ডের নির্বাচনী অফিস মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির কো-সদস্য সচিব এবং দক্ষিণ সুরমা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডোভোকেট মো নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে আগামী ২১ জুনের নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত করার মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট সিটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তৌফিক বক্স লিপন প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ডের আওতাধীন ৫টি সেন্টার কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ সেন্টার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন