কুলাউড়া সরকারি কলেজ থেকে দুই বহিরাগত আটক

মৌলভীবাজার

কুলাউড়া প্রতিনিধি:

ক্লাস চলাকালীন সময়ে কুলাউড়া সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে বহিরাগত দুই তরুণকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন পৌর শহরের দক্ষিন রেল কলোনী এলাকার আলাউদ্দিন আহমদের ছেলে ইমন আহমদ (২০) ও জয়পাশা এলাকার মর্তুজ আলীর ছেলে তৌফিকুর রহমান (১৮)।

বুধবার (১০ আগষ্ট) সকালে কুলাউড়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে আটক করা হয় তাদের। জানা যায়, ক্লাস চলাকালীন সময় তারা ক্যাম্পাসে প্রবেশ করে কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নানসহ কলেজের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরন করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নান বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে এসআই মো: শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ আটক করেন তাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *