কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় নতুন ইউএনও হিসেবে মোঃ মাহমুদুর রহমান খন্দকার বুধবার কর্মস্থলে যোগদান করেছেন। ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবাগত ইউএনও মোঃ মাহমুদুর রহমান খন্দকার টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার পদ থেকে পদোন্নতি নিয়ে কুলাউড়ায় ইউএনও পদে বদলী হয়ে যোগদান করেছেন। তিনি বরিশাল জেলার অধিবাসি।
অপরদিকে কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী পদোন্নতি নিয়ে সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী হয়েছেন। তিনি বুধবার কুলাউড়ার নবাগত ইউএনও’র কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন।