গোয়াইনঘাটে নবাগত ইউএনওকে বরণ ভদ্র ব্যবহার ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে : ইউএনও রতন

সিলেট

 

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, কেউ অফিসার কেউ কর্মচারী সে চিন্তা নয়, আমরা সবাই সরকারি চাকুরীজীবি। ভদ্রতা ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে। আমি আপানাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে আছি, থাকবো।

তিনি বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কেরআন তেলাওয়াত করেন সেলিম ও গীতাপাঠ করেন সিএ জনার্দন চক্রবর্তী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ও ইউপি সচিব মোঃ আব্দুল্লাহ, নন-গেজেটেড কর্মচারী সমিতির সভাপতি শংকর পদ পাল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সওয়াব আলী, দপ্তর সম্পাদক শাহনূর, গ্রাম পুলিশ সমিতির পক্ষে শাহ আলম।
বরণ অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ গোয়াইনঘাটের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *