শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণীঝড় ‘সিত্রাং’ এর প্রভাব ইতিমধ্যেই মোংলায় পড়তে শুরু করেছে। আজ রোববার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সময় যতই গড়াচ্ছে থেমে থেমে বৃষ্টির প্রভাব ততই বৃদ্ধিা পাচ্ছে। ঘূর্ণীঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় মোংলা উপজেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মুলকসভা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় এক প্রস্তুতি সভা সন্ধা ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সাবেক ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী -বেসরকারী দফতরের কর্মকর্তা, রেডক্রিসেন্ট ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতির ব্যাপারে সকলকে দিক নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘ঝড়ের পূর্বভাসের কারণে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানের পাশাপাশি, বেসরকারী উন্নয়ন সংস্থা ও সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি) কে প্রস্তত থাকতে বলা হয়েছে। উপজেলায় জনসাধারনের আশ্রয়ের জন্য ১০৩টি সাইক্লোন শেল্টারও প্রস্তত রাখতে বলা হয়েছে’। এ ছাড়াও প্রাথমিক পর্যায়ে শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে।
শেয়ার করুন