ছাতকে সড়ক দূর্ঘটনায় এক প্রভাষকের মৃত্যু ও এইচএসসি পরীক্ষার্থী আহত

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুস ছালাম(৩০) নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু এবং এইচএসসি পরীক্ষার্থী ছাদিক মিয়া(১৮) আহত হয়েছে। আহত ছাদিক মিয়াকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্ধ করেছেন। সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুস ছালাম উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিন বড়কাপন গ্রামের আলাই মিয়ার পুত্র এবং জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতির প্রভাষক ও পল্লী সঞ্চয় ব্যাংক ছাতক শাখার সিংচাপইড় ইউনিয়নের মাঠকর্মী। আহত ছাদিক মিয়া একই গ্রামের মানিক মিয়া পুত্র। স্থানীয়রা জানান, একটি অনটেষ্ট মোটসাইকেল যোগে বড়কাপন থেকে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে যাওয়ার সময় বোকারভাঙ্গা স্থানে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে চালক এইচএসসি পরীক্ষার্থী ছাদিক মিয়া ও আরোহী প্রভাষক আব্দুস ছালাম উভয়ই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রভাষক আব্দুস ছালামকে মৃত ঘোষনা করেন এবং অপর আহত এইচএসি পরীক্ষার্থী ছাদিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। জয়কলস হাইওয়ে থানার ওসি সেলিম আহমদ দূর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *