মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
আজ (২৮ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জুড়ী থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ জনাব মোশারফ হোসেনের সভাপতিত্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে আগামীকাল ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপাঙ্কর ঘোষ।
ব্রিফিং প্যারেডে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অফিসার- ফোর্সদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম,স্ট্রাইকিং ফোর্সও নিয়োজিত থাকবে।
শেয়ার করুন