দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব অ্যান্ড একাডেমির ইফতার মাহফিল

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে শনিবার (৩০ মার্চ) পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব অ্যান্ড একাডেমি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব অ্যান্ড একাডেমি যুক্তরাজ্য আহবায়ক কমিটির সদস্য ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি রুহেল মিয়া।
একাডেমির যুক্তরাজ্য কমিটির আহবায়ক মানিক মিয়া, সদস্য সচিব মোহাম্মদ মিছবাহ উদ্দিন, সদস্য রুহেল মিয়া, আব্দুর রব, ফারুক মিয়া ও কমরু মিয়ার সৌজন্যে এর আয়োজন করা হয়।

একাডেমির সমন্বয় কমিটির সদস্য আব্দুল মছব্বিরের সভাপতিত্বে এবং আব্দুস সালাম মুন্না ও রাসেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, একাডেমির কোচ সাহাজ উদ্দিন টিপু। অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন জামিল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সমন্বয় কমিটির সদস্য হেলাল মিয়া।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সমাজসেবক মহব্বত আলী জাহান, একাডেমির যুক্তরাজ্য কমিটির সদস্য আব্দুর রব, বাংলাদেশ কমিটির সদস্য মনির মিয়া ময়নুল, আরান মিয়া, নাজিম উদ্দিন, একাডেমির সদস্য মাহবুবুর রহমান, জাবেদ আহমদ, কোচ পরতাব আলী, সাহাব উদ্দিন সাবুল, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান আহমদ, ফুটবল রেফারী আনোয়ার হোসেন, আব্দুর রব, নাজিম উদ্দিন, বিশ্বনাথেরগাঁও পুষ্প সৌরভ স্পোটিং ক্লাব সভাপতি সাইম উদ্দিন, সংগঠক আনোয়ার মিয়া, গৌছ উদ্দিন, আব্দুন নূর, গণি শাহ, এনাম শাহ, দিলোয়ার হোসেন সজিব, লাকি আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *