
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আর্তমানবতার সেবায় এ সোসাইটি যেভাবে কাজ করছে, তাতে গরীব-অসহায় মানুষ বেঁচে থাকার আশা খুঁজে পাচ্ছে। রেড ক্রিসেন্টের মতো সকল সংস্থা মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও আইএফআরসির সহযোগিতায় দক্ষিণ সুরমার ২টি ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া গরীব-দুঃখী এবং অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও লালাবাজার ইউনিয়নের ৪০২টি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের ২৮১ টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার নাজিম খান ও যুব রেড ক্রিসেন্ট সদস্য চৌধুরী লাবিব ইয়াসির এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতা, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির খান, আইএফআরসির সিনিয়র অফিসার (কমিউনিকেশন) আল শাহরিয়ার রুপম, অফিসার (মনিটরিং ও রিপোর্টিং) সৈয়দ এহসানুল হক, এনডিআরটি’র সদস্য আরিফুল ইসলাম সোহান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য লায়েক আহমদ জিকো, নাজিম উদ্দিন রাসেল, বদরুল আলম তুহিন, জয়নাল আবেদীন ইমন প্রমূখ। বিজ্ঞপ্তি