নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যাবেনা: সিলেট যুবদল

সিলেট

বিএনপি কেন্দ্র আহুত ৩য় ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে নগরীতে মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। অবরোধের ১ম দিন বুধবার দিবাগত সন্ধ্যা ৬ টার দিকে নগরীর বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেপার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা ও মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, লিটন আহমেদ, কয়েস আহমেদ, এমদাদুল হক স্বপন, জামিল আহমেদ, মাহফুজ চৌধুরী, রায়হান আহমেদ, জি. এম. বাপ্পি, এনামুল হক চৌধুরী শামীম, অলি চৌধুরী, আলী আহমদ আলম, ইসহাক আহমদ, আমিনুল ইসলাম আমিন ও এস. এম পলাশ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *