পুরুষের মতো হতে চাওয়া নারীত্বের অপমান : আহমাদুল্লাহ

ইসলাম ও জীবন

 

নারী বেশ-ভূষায় পুরুষের মতো হতে চাওয়া নারীত্বের অপমান। কারণ মহান আল্লাহ তাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন সেটাই তার জন্য সম্মানের। কেন তিনি পুরুষের মতো হওয়ার চেষ্টা করতে যাবেন? রবিবার (১১ সেপ্টেম্বর)নিজের ভেরিফেইড পেজে এ বিষয়ে পোস্ট করেন।

পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে পোশাকের কালচার নেই। মহান আল্লাহ মানুষকে যেসব বিষয় দিয়ে অন্যসব জীবজন্তু থেকে পৃথক ও স্বতন্ত্র করেছেন তার মধ্যে পোশাক অন্যতম। মহান আল্লাহ ইরশাদ করেন- “হে আদম আ: সন্তান , আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি শরীর আবৃতকারী পোষাক এবং সৌন্দর্যপূর্ণ পোষাক।” সূরা আল আ’রাফ ২৬।সুতরাং পোষাকহীনতা কিংবা পোষাক সংক্ষিপ্ত করার প্রবণতা মানবীয় স্বভাব হতে পারে না।

অনেকের কাছে পোশাক তেমন কোনো ইস্যু না হলেও মুসলিমের কাছে পোশাক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অভিশপ্ত ইবলিস মানবপিতা আদমকে (আলাইহিস সালাম) জান্নাত থেকে বের করতে (নিষিদ্ধ ফল খাইয়ে) শরীর থেকে জান্নাতি পোশাক খসিয়েছিলো। আজও ইবলিসের দোসররা আল্লাহর নবী আদমের সন্তানদের পোশাক খুলে ফেলে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করে ফেলতে চাইছে। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *