শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে ”সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক অহিংস দিবসে উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার সকাল ১০:৩০ ঘটিকার সময়ে বাগেরহাট পৌর এলাকার মিঠা পুকুরের পারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার ”পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (চঋএ)” র সদস্যবৃন্দ, সুজন নেতৃবৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট-এর বিভিন্ন ইউনিয়নের সমন্বয়কারী, ইয়ুথ সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত মানব বন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় দি হাঙ্গার প্রজেক্ট-এর ”পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (চঋএ) ও পিস এ্যাম্বাসেডর জেলা নেওয়ার্কের সভাপতি জনাব এস কে বশিরুল ইসলাম বলেন যে, সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের মধ্যে সম্প্রীতির জন্য অহিংস নীতি খুবই গুরুত্বপূর্ণ । মহাত্মা গান্ধীর প্রবর্তিত এই নীতি অনুসরণ করলে সমাজ ও রাষ্ট্রে সর্বদা শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি জনাবা শাহিদা আক্তার তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শান্তি ও সৌহার্দ্যের পৃথিবী নির্মানে অহিংস নীতির কোন বিকল্প নাই । এছাড়া উক্ত মানববন্ধনে জনাব এস কে এ হাসিব, জনাব ইবনে মিজান হিরু সহ অন্যান্য গুরুত্বপূর্ণণ গন উপস্থিত ছিলেন ।
শেয়ার করুন