ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খানের দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, সদস্য সচিব আশিকুর রহমান রানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া।
মুক্তির বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেছেন, সরকার কৌশলে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে আসছে। অথচ দেশে অনেক দূর্ণীতি হচ্ছে কিন্তু সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন মামলা হয় না। অন্যদিকে সরকারের নির্দেশে গায়েবী মামলায় বিএনপির নেতা-কর্মীদের জেল হাজতে প্রেরণ করেছে। বিএনপি নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে আটকে রাখা হচ্ছে, আন্দোলন বন্ধ করতে। নেতৃবৃন্দ, অভিলম্বে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান’সহ কারাগারে আটক সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।
শেয়ার করুন