ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন। মতবিনিময় সভায় বক্তারা বিশ্বনাথে কৃষি ও কৃষকদেরকে রক্ষা করার জন্য এবং উপজেলা ও পৌরবাসীকে বিষাক্ত দূর্গন্ধ থেকে বাঁচানোর জন্য দ্রুত উৎসমুখসহ বাসিয়া নদীকে পুনঃখননের জোরদাবী জানান।
উপজেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে নিয়ে যে স্বপ্ন দেখে ছিলেন, তা আমাদের মনে রেখে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার ৫২ বছরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পূর্বেই ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত ছিলো। তা আজ বাস্তবায়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বের কারণেই। এখন সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। তাই স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার তাহমিদ ইসলাম, সাংবাদিক কামাল হোসেন।
সভায় বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুটি বন্যায় উপজেলা ও পৌর এলাকার মানুষের জীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। কারণ বিশ্বনাথের বিভিন্ন খাল-নদী বিশেষ করে একমাত্র খড়¯্রােতা বাসিয়া নদীর উৎসমুখ এবং নদীর তীর অবৈধভাবে ভরাট ও স্থাপনা নির্মান করে রেখেছে দখলদার। এমনকি উপজেলা সদরে দু’তীরে অবৈধ দখলে ও ময়লা-আবর্জনা ফেলে নদী ভরাট করে দূষণে পরিবেশ নষ্ট হয়ে নানা রোগবালাইয়ের শঙ্কা রয়েছে। তাছাড়া পর পর দু’বারের ভয়াল বন্যায় উপজেলা ও পৌর এলাকার সড়কগুলোরও বেহাল দশা হয়েছে। উপজেলাবাসীর দুর্ভোগ লাগবে বাসিয়া নদীসহ বিভিন্ন খাল জলাশয় পুনঃখনন ও মেরামত না হওয়া সেই রাস্তাগুলো সংস্কার করতে জোর দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন হাওড়ে পানি সমস্যায় কৃষি আবাদেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকেরা। কৃষি সেচেও নদী-খাল-জলাশয়গুলোও পুনঃখনন করা জরুরী।
মতবিনিময় সভার পূর্বে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এসিডদগ্ধ মহিলা ও প্রতিবন্ধী পুনর্বাসনের কার্যক্রমের আওতায় ৩ জনকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ৮৫ হাজার টাকা করে এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র বিশ্বনাথের উদ্যোগে ১০ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং সভা শেষে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।
অনুষ্ঠানগুলোতে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার-ভিডিপির কর্মকর্তা আমির হেসেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেলকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন প্রমুখ।
শেয়ার করুন