মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পৌর শহর বাজারে ঢুকার মুখে সড়ক ও জনপথ বিভাগের যায়গা দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অভিযানে দুটি টিনসেটসহ ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রমজান আলী জানান, অভিযানে দুটি টিনসেট স্থাপনা, ফলের দোকান, ভ্যারাইটিজ স্টোর, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের প্রায় ১০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।অভিযানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, পৌরসভার কাউন্সিলর পিন্টু পাঠান, শেখ জহির ও মাধবপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *