আজ ১৪ আগষ্ট সিলেট পৌরসভার সাবেক কমিশনার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদির(ফারুক)এর ২৩তম মৃত্যু বাষিকী।
সিলেট পৌরসভার সাবেক কমিশনার সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ওয়ান্ডারর্স ক্লাবের সভাপতি, দি এইডেড হাই স্কুল ও রসময় মেমোরিয়াল হাই স্কুলের সাবেক সহ সভাপতি পায়রা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা কালীন উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মরহুম মুফতি আব্দুল কাদির ফারুক ২৩তম মৃত্যু বাষিকী।
এই উপলক্ষে পরিবারে পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারে পক্ষ থেকে তার জৈষ্ঠ পুত্র মুফতি আব্দুল খাবির সকলের কাছে দোয়া প্রার্থনা করেনআল্লাহ তা’আলা জান্নাতুল ফেরদৌস দান করেন।
শেয়ার করুন