মৌলভীবাজার জেলা প্রশাসকের কুলাউড়া থানা পরিদর্শন

মৌলভীবাজার

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম মঙ্গলবার (১৩ জুন) সকালে কুলাউড়া থানা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কুলাউড়া থানায় পৌঁছালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

পরিদর্শনের শুরুতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে জেলা প্রশাসক কুলাউড়া থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

এসময় তিনি থানার কনফারেন্স রুমে কুলাউড়া থানায় কর্মরত অফিসারদের সাথে মত বিনিময় করেন। থানার অফিসার ও সকল ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।।

তিনি থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিষ্টার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, পুলিশ পরিদর্শক(তদন্ত) রতন চন্দ্র দেবনাথসহ থানার সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *