এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন করাব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সোহানা রহমান লিসা, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাস, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম প্রমুখ।
পূর্বান্হে পরিসংখ্যান দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।