ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার সম্প্রতি সম্পন্ন হওয়া ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বারগণের শপথগ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
শপথগ্রহনের পূর্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার।
শপথগ্রহন অনুষ্ঠানের সভায় নব-নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি সময়ে বিতর্কিত হওয়া বিশ্বনাথকে পুণঃরুদ্ধার করে ক্লিন বিশ্বনাথ গঠনে নবীব-প্রবীনের সম্বন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে মনে রাখতে হবে জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার কোন বিকল্প নেই। নিজের বিবেককে জাগ্রত করে এলাকার মানুষের কল্যাণের জন্য প্রত্যক জনপ্রতিনিধিকে সততার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন ভাতা প্রদানের ক্ষেত্রে অবহেলিত-বঞ্চিত মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন বরাদ্ধ দেওয়ার পাশাপাশি সচ্ছতার সাথে উত্তোরাধিকার সার্টিফিকেট প্রদান করতে হবে। গর্ভবতি মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বা কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে বিনামূল্যে চেকআপ করতে আগ্রহী করে তুলতে হবে। আর এতে যে তারা গর্ভকালীন ভাতা পেতেও সহযোগীতা পাবেন, সে ব্যাপারে সচেতন করতে হবে।
শেয়ার করুন