শহরতলীর কয়েকটি এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না

সিলেট

স্টাফ রিপোর্টার: সিলেটের কুমারগাঁও এলাকার বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ ১১ কেভি টেক্সটাইল ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় রোববার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জারুরী মেরামত ও সংরক্ষণ এবং গাছপালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য সাময়িকভাবে এই সরবরাহ বন্ধ থাকবে বলে নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এলাকাগুলো হলো, ১১ কেভি টেক্সটাইল ফিডারের আওতাধীন নতুন বাজার, ক্বারিপাড়া, জাহাঙ্গীর নগর, উপরপাড়া, কুরবানটিলা, দুষকি, লাখাউড়া, চিতল মাটি, জোনাকী আ/এ, আল ইসলাহ, উত্তর বালুচর, টেক্সটাইল মিলস অফিস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *