সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন, জাতির বিবেক- এসএম নুনু মিয়া

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন, জাতির বিবেক। সাংবাদিকদের মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি জনসম্মুখে উঠে আসে। সাংবাদিকরা ঝড়-বৃষ্টি, রোদ উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যান।
তিনি আরো বলেন, বিশ্বনাথের সাংবাদিক করোনাকালীন সময়ের মতো মাসখানেকের ব্যবধানে বিশ্বনাথে দ্বিতীয় দফায় বন্যা কবলিত হওয়া সময়েও উপজেলাবাসীর পাশে আছেন। নিজেদের কাজের মাধ্যমেই ওই অঞ্চলের সাংবাদিকরা নিজেদেরকে অনেক উচু স্থানে নিয়ে গেছে। তাই আমি সাংবাদিকদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সাংবাদিকদের এসমন কার্যক্রম আজীবন অব্যাহত থাকবে ওই প্রত্যাশাও রইল।

তিনি বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদে তার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের ঈদ উপহার বিতরণকালে একথাগুলো বলেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *