বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ভ্লাদিমির পুতিনের জন্মদিন আজ। ইউক্রেনের সাথে যুদ্ধের মধ্যেই ৭০ বছরে পা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
১৯৫২ সালে লেলিনগ্রাদের সাধারণ এক পরিবারে জন্ম নিয়েছিলেন পুতিন। তার বাবা ছিলেন সোভিয়েত নৌবাহিনীর সেনা। আর আইনশাস্ত্রে ডিগ্রি নেয়া ভ্লাদিমির পুতিন যোগ দেন গোয়েন্দা সংস্থায়। কেজিবির সাবেক এজেন্ট থেকে নব্বইয়ের দশকে হয়ে ওঠেন রাশিয়ার জনপ্রিয় নেতা। বরিস ইয়েলেৎসিন সরে দাঁড়ানোর পর ১৯৯৯ সালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান পুতিন। ২০০০ সালের নির্বাচনে হেসে-খেলে জয়ী হন তিনি। এরপরই হয়ে ওঠেন রাশিয়ার অন্যতম প্রভাবশালী নেতা।
২০১৮ সালে চতুর্থবারের মতো আসেন রাশিয়ার ক্ষমতায়। পশ্চিমা বিশ্বে যুদ্ধবাজ হিসেবে আখ্যা পাওয়া পুতিনের পশুপাখির প্রতি রয়েছে বিশেষ অনুরাগ। ভালোবাসেন খেলাধুলাও।
শেয়ার করুন