সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক কিশোর নিহত হয়েছে। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড় মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।
নিহত ছায়েম উদ্দিন সদর উপজেলার মদনপুর গ্রামের জলাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে যাওয়া দুই পথচারী কিশোরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ছায়েম নামের কিশোর নিহত হয়। অপর কিশোর একই এলাকার জামাল উদ্দিনের ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান।
সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
শেয়ার করুন