২ রা নভেম্বর বিশ্বনাথ পৌরসভার নির্বাচন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

নবগঠিত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ রা নভেম্বর। ইভিএম-এ অনুষ্ঠিতব্য হওয়া এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এর স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
তিনি জানান- ‘আগামী ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’
প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *