ঐক্যের ডাক
রমজান আলী✍️
চলো সবাই এক হয়ে যাই
দ্বিধাদ্বন্দ্ব ভুলে,
নবীর প্রতি সালাম জানাই
মনের দরজা খুলে ৷
দাঁড়িয়ে বসে চলার পথে
কিংবা শয়নকালে,
সালাম জানাই দুরূদ পড়ি
শোয়ে হাসপাতালে ৷
নবীর উপর দুরূদ সালাম
পড়িলে একবার,
আল্লাহ্ নিজে বিনিময়ে
সালাম দেন দশবার৷
আর নাকরি তর্ক বাহাস
মিলাদ কিয়াম নিয়ে,
দুরূদ সালাম পড়েই কিন্তু
হচ্ছে নিকাহ্ বিয়ে ৷
যার যার মতো পড়ছি দুরূদ
শৃংঙ্খলায় পার্থক্য,
মুস্তাহাব বিষয় নিয়ে কেনো
করছি মতানৈক্য!
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব দেখে
শয়তান বাজায় শিস,
সুযোগ পেয়ে দুশমনেরা
দিচ্ছে ঢেলে বিষ ৷
নিজের মধ্যে ঝগড়া করে
দিচ্ছি হাজার ধিক্,
একে অন্যে কাফের বলছি
বলছি মুনাফিক ৷
ভাইয়ের সাথে বাহাস করে
করছি নিজের ক্ষতি,
বিভক্তিতে ভাটা পড়ছে
দিন ও ধর্মের গতি ৷
আসুন সবাই মৌলিক কাজে
গড়ি ঐক্যমত,
ইখতেলাফে সম্মান রেখে
খোঁজি সঠিক পথ ৷
এক মালিকের সৃষ্টি সবাই
একজনই রাসুল,
ইসলাম মানে শান্তির ধর্ম
শান্তিই সুখের মূল ।
১৫/১০/২০২১ ইং
শেয়ার করুন