স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের ‘আনারস’ প্রতীকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ‘আনারস’ প্রতীকের কার্যালয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর’র পরিচালনায় অনুষ্ঠিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার পংকজ বিহারি দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নাজমুল হক, মুরব্বী আব্দুল মতিন, ব্যবসায়ী জালাল উদ্দীন, রাজনীতিবিদ লাল মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপদি শাহ সিদ্দিকুর রহমান ও শেষে দোয়া পরিচালনা করেন গোবিন্দনগর জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান।
এসময় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূরুল ইসলাম, সিরাজ উদ্দিন, এলাকার মুরব্বী আবুল হোসেন, আব্দুল গফুর, আজাদ মিয়া প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।