এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকালে শহরের পুরাতন পৌরসভা সড়কের জহুর আলী হোটেল এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার সভাপতি ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজলের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ এবং সিলেট বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান এর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রোমান আহমেদ।
পবিত্র মাহে রমজান এর তাথপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান খান, সহ সভাপতি ডা: আলাউদ্দিন তালুকদার, সহ সভাপতি এস এম ডি মাহমুদ কোরেশি, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক মুত্তালিব তালুকদার দুলাল, দপ্তর সম্পাদক এনামুল হক রাসেল, প্রচার সম্পাদক এস কে সুজন, লাখাই উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, মাধবপুর উপজেলা কমিটির সভাপতি এস এম শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও , হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো: ফরহাদ মিয়া সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান রাজু, জেলা শাখার তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক কামরুল হাসান সুজন, মাধবপুর উপজেলা কমিটির সদস্য স্বপন মির্জা, লাখাই কমিটির নির্বাহী সদস্য আকিব শাহরিয়ার প্রমূখ।
দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা মোজাম্মেল হক।