বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পদে দলটির সভাপতি শেখ হাসিনা থাকছেন এবং এ কমিটির সদস্য সচিব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবন গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪ টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিলো। লোক হয়ত পরিবর্তন হবে।
শেয়ার করুন