সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দল শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিভঙ্গ করায় আইএলটি-২০ টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের বাঁ হাতি তরুণ স্পিনার নুর আহমেদ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইএলটি-২০ কর্তৃপক্ষ এ শাস্তি প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ভারতীয় জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
গত বছর শুরু হওয়া আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে (আইএলটি-২০) নুর আহমেদকে দুই মৌসুমের জন্য দলে ভেড়ায় শারজাহ ওয়ারিয়র্স। কিন্তু নুর ওয়ারিয়র্সকে অগ্রাহ্য করে চলতি মৌসুমে দক্ষিণ আফ্রিকার লিগ এসএ-২০’র দল ডার্বান সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলে যান।
এতে করে ফ্র্যাঞ্চাইজি ক্লাব শারজাহ ওয়ারিয়র্স আনুষ্ঠানিকভাবে আইএলটি-২০ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। দু’পক্ষের বৈঠকের পর নুরকে অত্র টুর্নামেন্টে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে আইএলটি-২০ কর্তৃপক্ষ।
যদিও লিগ কমিটি প্রথমে নুরের জন্য ২০ মাসের শাস্তি নির্ধারণ করেছিল। কিন্তু চুক্তিতে যে দ্বিতীয় মৌসুমেও খেলার কথা ছিল তা নুরকে নাকি উল্লেখ করেনি তার প্রতিনিধি। যা বিবেচনায় এনে পরে শাস্তি ৮ মাস কমিয়ে দেয়া হয়েছে।
২০২৩ সালে ওয়ারিয়র্সের হয়ে আইএলটি-২০’তে মোট ৭ ম্যাচ খেলেন নুর। যেখানে ৭.০৪ ইকোনমি রেটে তার শিকার ৪ উইকেট।
এ নিয়ে দুই মাসের ব্যবধানে ওয়ারিয়র্সের দুই খেলোয়াড় নিষেধাজ্ঞায় পড়লেন। এর আগে গত ডিসেম্বরে একই অপরাধে আফগান পেসার নাভিন-উল-হককে ২০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তাতে ২০২৪ সালের পর ২০২৫ মৌসুমেও লিগটিতে খেলা হবে না তার।
উল্লেখ্য, ২০২২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জার্সিতে নুরের অভিষেক হয়। এরপর থেকে নুর ৯টি আন্তর্জাতিক ওয়ানডে ও ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। এছাড়াও তিনি আইসিসি স্বীকৃত ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। যেখানে ৮৭টি উইকেট তুলে নেন তিনি।
শেয়ার করুন